নওগাঁ জেলা প্রশাসক (ডিসি) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মান্দা উপজেলা ফুটবল একাদশ। এ জয় উদযাপন করতে আজ বুধবার দুপুরে মান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি আনন্দ র্যালির আয়োজন করা হয়।
র্যালিটি পরিষদ চত্বর থেকে বের হয়ে প্রসাদপুর বাজার, ফেরিঘাট, দেলুয়াবাড়ি বাজার যায়। এরপর জোতবাজার হয়ে উপজেলা চত্বরে ফিরে আসে।
র্যালিতে নেতৃত্ব দেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল হক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকেসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, খেলোয়াড়, স্থানীয় ক্রীড়ামোদী ও সাধারণ মানুষ।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া বলেন, ‘এ বিজয় মান্দাবাসীর সম্মিলিত অর্জন। মান্দার তরুণ খেলোয়াড়রা জেলার গর্ব হয়ে উঠেছে।’
উল্লেখ্য, নওগাঁ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে জেলার ১১টি উপজেলা ফুটবল দল অংশগ্রহণ করে। মঙ্গলবার বিকেলে নওগাঁ জেলা স্টেডিয়ামে এ টুর্ণামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হয় নওগাঁ সদর উপজেলা ও মান্দা উপজেলা ফুটবল দল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলে ড্র হয়। পরে অতিরিক্ত ৩০ মিনিটেও কোনো গোল না হওয়ায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে। সেখানে ৮-৭ গোলে জয় পায় মান্দা উপজেলা ফুটবল একাদশ।