“একটি শিশু, একটি স্বপ্ন ফুলের সাথে বিকশিত হোক আগামীর প্রজন্ম” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের দেলদুয়ারে ১শ’টি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিটিতে ৩টি করে ৩০০ টি গাছের চারা রোপন করা হয়েছে। টাঙ্গাইলের জেলা প্রশাসকে শরীফা হকের পরিকল্পনায় এ চারাগুলো রোপন বাস্তবায়ন করেন দেলদুয়ার উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ সকাল ১০ টায় বারোপাখিয়া (উত্তর) সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একটি কৃষ্ণচুড়া, একটি জারুল ও একটি সোনালু চারা রোপন করে এর কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খন্দাকার মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।