কিশোরগঞ্জে ভাইরাস জ্বর ছড়িয়ে পড়ছে

এফএনএস (মোঃ জাহিদুল ইসলাম; কুলিয়ার চর, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২৫ জুন, ২০২৫, ০৬:২০ পিএম
কিশোরগঞ্জে ভাইরাস জ্বর ছড়িয়ে পড়ছে

কিশোরগঞ্জের বাজিতপুর, কুলিয়ারচর, নিকলী, অষ্টগ্রাম, ইটনা, মিঠামইন সহ আশে পাশের উপজেলাগুলোতে প্রখর তাপে বিশেষ করে শিশু ও বৃদ্ধরা এ ভাইরাস জ্বরে আক্রান্ত হচ্ছে বেশি। এ জ্বরের তাপমাত্রা ১০০ থেকে ১০৪ ডিগ্রি পর্যন্ত অনুভূত হচ্ছে বলে জানা গেছে। এ জ্বর হলে ডেঙ্গুর আশঙ্কায় চিকিৎসকরা ডেঙ্গু পরীক্ষা করতে পরামর্শ দিচ্ছেন। এতে সাধারণ মানুষের মনে আতঙ্খ ছড়িয়ে পরছে। গত কয়েকদিন ধরে হাসপাতাল, ডাক্তার ও প্যাথলজি চেস্টারে জ্বরে আক্রান্তদের ছুটাছুটি করতে দেখা যাচ্ছে। একি সঙ্গে বিদ্যুৎ না থাকার কারণে শিশু ও বৃদ্ধরা এ রোগে আক্রান্ত। বাজিতপুর উপজেলা সরকারি হাসপাতাল সহ বিভিন্ন কেয়ার চেন্টারে গুরে দেখা গেছে রোগিদের ভিড়ে ডাক্তাররা হিমশিম খাচ্ছেন। গত এক সপ্তাহ যাবৎ জ্বরে আক্রান্ত হয়ে তারা এখনো ভর্তি হয়েছেন। অনেকেই ডায়রিয়া ও স্বাসকষ্ট শিশুদের অধিকাংশই নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। রোগিরা জানান এসব হাসপাতালে ভর্তিতে ভিড়ম্বকনা পহাতে হচ্ছে। বিশেষ করে ডাক্তার ও নার্স অপ্রতুলতার সঙ্গে প্রয়োজনীয় ঔষুধ পত্র স্যালাইন সংকট রয়েছে। এছাড়া প্রয়োজনীয় রক্তের জোগান দিতে মানুষ হিমশিম খাচ্ছে। এখনো পর্যন্ত এসব অঞ্চলে ডেঙ্গু শনাক্ত হয়নি। চিকিৎসকরা বলেন ডেঙ্গু রোগী শনাক্ত না হলেও রোগিদের দূর্বলতার সঙ্গে শারীরিক নানা জটিলতা দেখা দিচ্ছে। এ সঙ্গে পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার প্রয়োজন রয়েছে বলে চিকিৎসকরা বলেন।

আপনার জেলার সংবাদ পড়তে