গাজীপুরের কাপাসিয়ায় কৃষি পুনর্বাসন সহায়তায় ২০২৪-২৫ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষক, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে। ২৫ জুন বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে নারিকেল, নিম, বেল, জাম, কাঁঠাল সহ নানা জাতের চারা বিতরণ করা হয়।
কাপাসিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সুবিধা ভোগিদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে চারা বিতরণ করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরুল আমিন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুমন কুমার বসাক, উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ডাক্তার মোঃ ইজদাদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ এজাজ মিয়া, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ আব্দুল্লাহ আল মামুন, ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা নূর আলম সিদ্দিকী প্রমুখ।
উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার বিভিন্ন এলাকার ৪'শ কৃষকের মাঝে ৫টি করে নারিকেল চারা, ৫৭ টি শিক্ষা প্রতিষ্ঠানে এবং শিক্ষার্থীদের মাঝে ২ হাজার ৮'শ চারা বিতরণ করা হয়েছে বলে কৃষি অফিস সূত্র জানায়।