ঝিনাইদহের শৈলকুপায় বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষেএক মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিাত হয়েছে। শৈলকূপা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাসের সভাপতিত্বে মাদকবিরোধী সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ অতিরিক্ত জেলা প্রশাসক এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী। মাদকনিয়ন্ত্রন ও নিষিদ্ধ নিয়ে সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন ঝিনাইদহের মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধীদপ্তরের সহকারী পরিচালক গোলক মজুমদার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিল্যান্ড সিরাজুস সালেহীন, কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ। আলোচনা সভার আগে উপজেলা পরিষদ চত্বরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী হয়।