বিরলে ব্যবসায়ীর নগদ ৩৪ লাখ টাকা ছিনতাই

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ২৫ জুন, ২০২৫, ০৭:৩৮ পিএম
বিরলে ব্যবসায়ীর নগদ ৩৪ লাখ টাকা ছিনতাই

বিরলে দিনেদুপুরে মাথায় অস্ত্র ঠেকিয়ে নগদ এক ব্যবসায়ীর নগদ ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। 

২৫ জুন ২০২৫ বুধবার দুপুর আনুমানিক ২.১৫ টায় দিনাজপুর- বিরল সড়কের মুরাদপুর (মহাজনবাড়ী) সংলগ্ন কালভার্টের নিকট পথরোধ করে অস্ত্র ঠেকিয়ে উপজেলার ৬ নং ভান্ডারা ইউনিয়নের গোপালপুর (বড়বাড়ি) গ্রামের মৃত খোরশেদ আলী এর ছেলে ব্যবসায়ী মোঃ মইনুল ইসলাম এর নগদ ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মোঃ মইনুল ইসলাম জানান, নিজ বাড়ি হতে ২৬ লাখ টাকা এবং এনআরবিসি ব্যাংক, বিরল শাখা হতে ৮ লাখ টাকা উত্তোলন করে সর্বমোট ৩৪ লাখ টাকা নিয়ে দিনাজপুর অগ্রণী ব্যাংকে স্টেশন রোড শাখায় সিসি লোনের টাকা জমা দেয়ার জন্য মোটরসাইকেল যোগে বিরল হতে দিনাজপুর যাওয়ার পথে উক্ত স্থানে পৌঁছামাত্র দুইটি মোটরসাইকেলে ৪ চারজন ব্যাক্তি পথরোধ করে। এরপর পিছন থেকে আরেকটি মোটরসাইকেলে দুইজন ব্যক্তিসহ মোট ছয় জন মইনুল ইসলাম এর মাথায় অস্ত্র (রিভলবার) ঠেকিয়ে তার নিকট ব্যাগে থাকা ৩৪ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায় বলে জানান তিনি। 

সন্ধ্যায় এ রিপোর্ট লেখাকালীন থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিমসহ উর্দ্ধতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন জানিয়ে থানার অফিসার ইনচার্জ ছিনতাইয়ের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।

আপনার জেলার সংবাদ পড়তে