লালপুরে আদম আলী শিক্ষাবৃত্তি পরীক্ষায় ১ম স্থানে আফিয়া

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২৪, ০৬:০৮ এএম
লালপুরে আদম আলী শিক্ষাবৃত্তি পরীক্ষায় ১ম স্থানে আফিয়া

নাটোরের লালপুরে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের মেধা যাচাই প্রতিযোগিতা বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি ১১তম পরীক্ষা-২০২৪ এর ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় ১০ জন ট্যালেন্টপুল ও ২০ সাধারণে সহ ৩০ জনকে বৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা ১২ টায় লালপুর পাবলিক লাইব্রেরী চত্বরে অনুষ্ঠিত পরীক্ষার ফলাফল ঘোষণা করেন প্রাকীর্তি ফাউন্ডেশনের চেয়ারম্যান নূরীয়া পারভিন। পরীক্ষায় মোছা: আফিয়া আমেনা প্রথম স্থান অধিকার করেছেন। সে ইকরা কম্পিউটার একাডেমীর শিক্ষার্থী ও  লালপুর উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের মোহরকয়া গ্রামের সুজন আলী ও পাপিয়া জাহানের কন্যা। দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোসা: সিদরাতুল মুনতাহা, সে পদ্মা ক্লিন্ডার গার্ডেন কেজি স্কুলের শিক্ষার্থী। তৃতীয় স্থান অধিকার করেছে আয়েশা রহমান, সে বিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে ১০ জন ও সাধারণে ২০ জন সহ ৩০ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন। পরীক্ষায় ৭৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৭৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই) অবসরপ্রাপ্ত মহাপরিচালক ড. মোঃ ওমর আলী, বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. বজলুর রহমান, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, কেন্দ্র সচিব লালপুরী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাজা শামীম মোঃ ইলিয়াস হোসেন, বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষাবৃত্তির পরীক্ষা নিয়ন্ত্রক ফেরদৌস রহমান মনি।

এছাড়াও পাবলিক লাইব্রেরির সাবেক সভাপতি আব্দুল ওয়াদুদ, গ্রীন ভ্যালী পার্কের পরিচালক (প্রশাসন) শামসুজ্জোহা, প্রাকীর্তি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান হাসিবুল ইসলাম, নির্বাহী পরিচালক জালাল উদ্দীন বাবু, পরিচালক আনোয়ারুল হক, সুলতানুজ্জামান টিপু, ওয়ালিউর রহমান কিরন, গোলাম সরওয়ার মিলন, পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক এবিএম তৌফিক সরোয়ার চপল প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গত শুক্রবার (১৩ ডিসেম্বর-২০২৪) উপজেলায় একমাত্র কেন্দ্র লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়ে (বিএম সংযোজিত) পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে বেলা সাড়ে ১২টায় সমাপ্ত হয়। উল্লেখ্য - লালপুরে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের লক্ষে ২০১২ সাল হতে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি পরীক্ষার কার্যক্রম শুরু করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে