ভুরুঙ্গামারীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

এস.এম গোলাম মোস্তফা; ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম | প্রকাশ: ২৬ জুন, ২০২৫, ০২:০০ পিএম
ভুরুঙ্গামারীতে ইয়াবাসহ  দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থানা পুলিশের বিশেষ অভিযানে ৩শ ৯০ পিস ইয়াবা টেবলেটসহ বুধবার ২৫ জুন বিকেলে সোনাহাট সেতুর পশ্চিম তীরে তিলাই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্রসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো উপজেলার পশ্চিম ছাটগোপালপুর গ্রামের ও তিলাই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান শরিফুল হক জাহেদীর পুত্র মোঃ ইকবাল হোসেন জাহেদী মিজু (৩৫) ও সদর ইউনিয়নের কামাত আঙ্গারিয়া গ্রামের মোঃ হামিদুল ইসলামের পুত্র মোঃ আনিছুর রহমান (৩৪)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে সোনাহাট সেতুর পশ্চিম পাড়ে তাদের ইয়াবা এবং মাদক বহনের কাজে ব্যবহৃত একটি ১২৫ সিসি মোটরসাইকেলসহ গ্রেফতার করে। ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ আল হেলাল মাহমুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। তিনি আরও জানান,নিয়মিত মাদক বিরোধী বিশেষ অভিযান চলছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।
আপনার জেলার সংবাদ পড়তে