দীর্ঘ ১০ বছর পর আবারও সরাসরি ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করল জাতীয় বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভবনে এক সংবাদ সম্মেলনে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন মোট ৫ লাখ ৬০ হাজার ৫৯৫ জন শিক্ষার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন। উত্তীর্ণদের মধ্যে ৩৩ দশমিক ২৮ শতাংশ শিক্ষার্থী পেয়েছেন পঞ্চাশের ওপরে নম্বর, আর বাকি ৬৬ দশমিক ৭২ শতাংশ শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর পঞ্চাশের নিচে।
বিশ্ববিদ্যালয়ের অধীনে বর্তমানে ৪ লাখ ৪০ হাজার আসন রয়েছে। যারা অনার্স প্রোগ্রামে সুযোগ পাবেন না, তাদের জন্য পাস কোর্স, কারিগরি ও অন্যান্য শাখায় ভর্তির সুযোগ রাখা হয়েছে।
উপাচার্য বলেন, “এর আগে সরাসরি ভর্তি পরীক্ষা ছাড়াই শিক্ষার্থী ভর্তি হতো, ফলে অনেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নিয়ে প্রশ্ন তুলতেন। এবার কেউ আর বলতে পারবে না যে আমাদের শিক্ষার্থীরা পরীক্ষা না দিয়েই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। এই বছর দশ বছর পর আবারও ভর্তি পরীক্ষা নেওয়া হয়েছে।”
ভর্তি পরীক্ষার ফলাফল দুইভাবে জানা যাবে —
১. ওয়েবসাইটের মাধ্যমে:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে গিয়ে ‘Admission Result 2025’ অপশন থেকে নিজের পিন নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে। এরপর ড্যাশবোর্ডে থাকা ‘ফলাফল’ অপশন থেকে রেজাল্ট দেখা যাবে ও চাইলে প্রিন্টও করা যাবে।
২. মোবাইল এসএমএসের মাধ্যমে:
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে NUAT <স্পেস> রোল নম্বর এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ ভর্তি পরীক্ষা হয়েছিল ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে। এরপর ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষ থেকে শুধুমাত্র এসএসসি ও এইচএসসির জিপিএর ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হতো। আট বছর সেই নিয়ম চলার পর ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে আবারও সরাসরি ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হলো।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।