রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ সোহরাওয়ার্দী হলের ছাদ থেকে ‘আল্লাহু আকবর’ বলে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক শিক্ষার্থী। বুধবার (২৫ জুন) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) ভর্তি করা হয়েছে। ওই শিক্ষার্থীর নাম সাদ আহমেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। শহীদ সোহরাওয়ার্দী হলের ২৪৭ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী তিনি। তার বাড়ি সিরাজগঞ্জে। হলের চারতলার ছাদ থেকে লাফ দেন তিনি। প্রত্যক্ষদশীরা জানান, হঠাৎ ছাদ থেকে লাফ দিয়ে সাদ আত্মহত্যার চেষ্টা করেন। লাফ দেওয়ার সময় উচ্চস্বরে আল্লাহু আকবর বলে চিৎকার করেন। তাকে গুরুতর আহত অবস্থায় দেখে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স ডেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শঙ্কর কে রায় বলেন, আমরা তাকে গুরুতর অবস্থায় পেয়েছি। তার পুরো শরীরে ক্ষতের চিহ্ন রয়েছে এবং একটি পা ভেঙে গেছে। এখনই তাকে শঙ্কামুক্ত বলা যাচ্ছে না, চিকিৎসাবস্থায় রয়েছে।সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা গেছে, একটি মেয়ের সঙ্গে সাদের প্রেমের সম্পর্ক রয়েছে। সম্প্রতি তাদের মধ্যকার ঝামেলা নিয়ে ফেসবুকে বিভিন্ন পোস্ট করেন। এসব পোস্টে প্রেমিকার নাম উল্লেখ করে তার ওপর ক্ষোভ ঝাড়তে দেখা গেছে। তার সর্বশেষ পোস্ট ছিলো ‘আম্মু আমাকে মাফ করে দিও’। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, বিষয়টি খুবই মর্মান্তিক। আমি বিষয়টি সম্পর্কে অবগত আছি এবং তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আমি সরাসরি তাকে দেখিনি, পরবর্তীতে সম্পূর্ণ তথ্য জানাতে পারবো। সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আরিফুল ইসলাম বলেন, এখন সে চিকিৎসাধীন রয়েছে। এখনই অবস্থা সম্পর্কে বলা যাচ্ছে না।