ইন্দুরকানীতে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত, অনুপস্থিত ৯

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : | প্রকাশ: ২৬ জুন, ২০২৫, ০৩:০৯ পিএম
ইন্দুরকানীতে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত, অনুপস্থিত ৯

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এইচএসসি, আলিম ও বিএসসি (ভোকেশনাল) পরীক্ষা। উপজেলার মোট ৩টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়। এইচএসসি সাধারণ শাখায় পরীক্ষার্থী ছিলেন ২৮০ জন, অনুপস্থিত ৪ জন। আলিম শাখায় পরীক্ষার্থী ১৪৫ জন, অনুপস্থিত ৫ জন। বিএসসি (ভোকেশনাল) শাখায় মোট পরীক্ষার্থী ছিলেন ৮৪ জন, সবাই পরীক্ষায় উপস্থিত ছিলেন। সব মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিলেন ৫০৯ জন, এর মধ্যে অনুপস্থিত ছিলেন ৯ জন।

পরীক্ষা কেন্দ্রগুলোতে নির্বিঘ্ন পরিবেশে যথাযথ নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে পরীক্ষা গ্রহণ সম্পন্ন হয়। উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেন্দ্রগুলো পরিদর্শন করেন এবং সন্তোষ প্রকাশ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে