কামরুলের খুনিদের গ্রেফতার না হওয়ায়

সেনবাগ ও সোনাইমুড়ীতে সড়ক অবরোধ করে মানববন্ধন

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ২৬ জুন, ২০২৫, ০৪:২২ পিএম
সেনবাগ ও সোনাইমুড়ীতে সড়ক অবরোধ করে মানববন্ধন

নোয়াখালীর সোনাইমুড়ীতে মো.কামরুল হাসান নামের এক যুবকের মৃত্যুর  ৮দিন অতিবাহিত হলেও আজ অবদি খুনিরা গ্রেফতার না হওয়া পুলিশের অবহেলার অভিযোগ তুলে বৃহস্পতিবার দুই দফায় সড়কে গাছের গুড়ি পেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নিহতের স্বজন ও শতশত এলাকার নারী পুরুষ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার পর্যন্ত ঘন্টাব্যাপী সেনবাগ উপজেলা ছাতারপাইয়া- সোনাইমুড়ী সড়কের মোল্লার টেক নামকস্থানে ওই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এরপর আন্দোলন কারীরা বিক্ষোভ মিছিল সহকারে সোনাইমুড়ীতে গিয়ে নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের  বাইপাস সড়ক অবরোধ করে অনুরুপ কর্মসূচি পালন করতে থাকে।

 খবর পেয়ে সোনাইমুড়ী থানার ওসি কামরুল ইসলাম আন্দোলন স্থালে পৌছে আসামীদের গ্রেফতারের আশ্বাস দিলে আন্দোলন কারীরা বাড়ি ফিরে যায়।

জানাগেছে গত ১৯জুন কামরুল হাসান নিখোঁজ হয় । এর তিন দিন পর রোববার (২২ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বারগাঁও ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়ির দীঘি থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।  নিহত মো.কামরুল হাসান একই ইউনিয়নের বারগাঁও গ্রামের মোস্তফা মেম্বার বাড়ির মৃত মোস্তফা মেম্বারের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। ওই ঘটনার থানায় মামলা দায়েরের ৮দিন অতিবাহিত  হলেও আজ অবদি কোন আসামী গ্রেফতার না হওয়ায় সর্বত্র ক্ষোভের সুষ্ঠিতে পুলিশের বিরুদ্ধে ওই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে