কালিগঞ্জে পানিতে ডুবে পঞ্চম শ্রেণির ছাত্রীর মৃত্যু

এফএনএস (নিয়াজ কওছার তুহিন; কালিগঞ্জ, সাতক্ষীরা):
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২৪, ০৬:১৭ এএম
কালিগঞ্জে পানিতে ডুবে পঞ্চম শ্রেণির ছাত্রীর মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে আফসানা আক্তার (১২) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর আড়াইটার  দিকে উপজেলার মৌতলা ইউনিয়নের রাণীতলা গ্রামে এঘটনা ঘটে। নিহত আফসানা রাণীতলা গ্রামের মৃত মোস্তাক হোসেনের মেয়ে। সে পশ্চিম মৌতলা খাঁনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।

পরিবারের সদস্যরা জানান, আফসানা আক্তার দুপুর সাড়ে ১২টার দিকে  তার খালাতো বোনকে সাথে নিয়ে বাড়ির পার্শবর্তী পুকুরে গোসল করতে যায়। কিছুক্ষণ পর খালাতো বোনকে বাড়ি পাঠিয়ে দিয়ে সে গোসল করতে থাকে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আফসানা বাড়িতে না ফেরায় তার স্বজনেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির একপর্যায়ে আড়াইটার দিকে জেলেদের মাধ্যমে পুকুরে জাল টানা দিলে তার লাশ উদ্ধার হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, আফসানার মৃগী রোগ ছিল বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। কারো কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে