নাটোরের লালপুরে গোপালপুর পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য প্রায় ৩৮ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (২৫ জুন-২০২৫) দুপুরে পৌরসভা মিলনায়তনে লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও গোপালপুর পৌর প্রশাসক মেহেদি হাসান এ বাজেট ঘোষণা করেন। ঘোষিত এ বাজেটে সর্বোচ্চ আয়ের উৎস হিসেবে ধরা হয়েছে উন্নয়ন খাতে ৩৪ কোটি ২১ লাখ ৪৪ হাজার ২১৬ টাকা।
উন্মুক্ত বাজেট সভায় পৌর প্রশাসক মেহেদী হাসান বলেন, এ বাজেটে জনগণের স্বপ্ন বাস্তবায়নে রূপ দেওয়া এবং জনগণকে আরও বলিষ্ঠ সেবা দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে আমরা কাজ করছি। আমরা আমাদের পৌরসভাকে আধুনিক পৌরসভায় রূপ দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি।
পৌর নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামে সঞ্চলনায় বাজেট ঘোষনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লালপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি ভারপ্রাপ্ত) ও সমন্বয় কমিটির সদস্য আমিনুজ্জামান, ডাঃ মোঃ মনজুর রহমান, মোঃ সাজেদুল ইসলাম, নাজমুল খাঁ, মোঃ আব্দুস সবুর, মোছাম্মদ নার্গিস সুলতানা। হিসাবরক্ষক শাহীন আলম সহ সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।