রাজনগরে বিএনপির সম্মেলন ও কাউন্সিলকে ঘিরে নেতাকর্মীরা উচ্ছ্বসিত

এফএনএস (আউয়াল কালাম বেগ; রাজনগর, মৌলভী বাজার) : | প্রকাশ: ২৬ জুন, ২০২৫, ০৫:২০ পিএম
রাজনগরে বিএনপির  সম্মেলন ও কাউন্সিলকে ঘিরে নেতাকর্মীরা উচ্ছ্বসিত

১৬ বছর পর ২৮জুন (শনিবার) রাজনগর সরকারি কলেজ মাঠে হতে যাচ্ছে রাজনগর উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন ও কাউন্সিল। এদিন সম্মেলন পরবর্তী কাউন্সিলর অধিবেশনে সভাপতি, সিনিয়র সহসভাপতি, সাধারণ সম্পাদক, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ পাঁচটি পদে ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হবে। এসব পদে প্রতিদ্বন্ধীতা করছেন ১১ জন প্রার্থী। সম্মেলন ও কাউন্সিলকে কেন্দ্র করে জমে উঠেছে প্রচার প্রচারণা। পদপ্রত্যাশীরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব রয়েছেন। ভোট ভাগে নিতে কাউন্সিলরদের দ্বারে দ্বারে দৌড়ঝাঁপ দিচ্ছেন।

রাজনগর উপজেলা বিএনপির সর্বশেষ সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয় ২০০৮ সালের ২৫ নভেম্বর। কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় জামি আহমদকে  সভাপতি ও ছরওয়ার খানকে  সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এরপর সরোওয়ার খানের আকস্মিক মৃত্যু হলে শুন্য পদে আসরাফুজ্জামান খানকে বসানো হয়।

দলটির নেতাকর্মীরা জানান, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক  ডাঃ এ জেড এম জাহিদ হোসে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক জি,কে গৌছ, সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন ও মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুন এছাড়াও উপস্থিত থাকবেন জেলা উপজেলার নেতৃবৃন্দ। ৮ টি ইউনিয়ন নিয়ে গঠিত রাজনগর উপজেলা। সম্মেলন পর পাঁচটি পদে নেতা  নির্বাচিত করার জন্য ৫৬৮ জন কাউন্সিলর ভোট দেবেন। নির্বাচনে ছবিযুক্ত ভোটার তালিকা ব্যবহার করা হবে। এবার প্রথম বারের মত নতুন আংগিকে জাকঝমক ভাবে সম্মেলন ২০২৫ সফল করতে উৎসবমুখর নেতাকর্মীরা সরকারী কলেজ মাঠে মঞ্চ তৈরিট কাজ চালিয়ে যাচ্ছেন। ব্যস্ত সময় পার করছে  পদপ্রত্যাসীরা সমর্থন  আদায়ের জন্য  ঘুরছেন  ডেলিকেটদের দ্বারে দ্বারে। নির্বাচন

সম্মেলন ও কাউন্সিল পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার মুজিবুর রহমান মজনু বলেন, সভাপতি পদে  প্রতিদ্বন্দ্বীতা করছেন জিতু মিয়া ও নুরুল ইসলাম সেলুন । সিনিওর সহসভাপতি পদে এম এ হাকিম বকস সুন্দর ও মোঃ কবির মিয়া। সাধারণ সম্পাদক পদে  এনামুল হক চৌধুরী, মোঃ আব্বাস আলী ও ফজলুল হক  নিরু। প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক পদে জাহাঙ্গীর আলম ও মনসুর তরফদার রাজিব। সাংগঠনিক সম্পাদক  পদে আব্দুল কাইয়ুম বকুল ও রুপক চন্দ দেব প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আপনার জেলার সংবাদ পড়তে