কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) উদ্যোগে সীমান্তবর্তী এলাকায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী জনসচেতনতামূলক সভার আয়োজন করে। বুধবার (২৬ জুন) দুপুরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিবিরবাজার হাই স্কুল মাঠে মাদক বিরোধী জনসচেতনতা মূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিজিবি কুমিল্লা সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ রেজাউল করিম। সভায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ। এসময় কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবির) সহকারী পরিচালক মোঃ ইমাম হোসেন, চকবাজার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আনোয়ার হোসেন, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শফিকুল ইসলাম, বিবিরবাজার স্কুল অ্যান্ড কলেজের সভাপতি খালেদ চৌধুরীসহ অন্যরা। সভায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও স্থানীয় সাধারণ জনগণ এতে অংশগ্রহণ করে। সভায় প্রধান অতিথি কুমিল্লা সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ রেজাউল করিম মাদক পাচার ও সেবনের কুফল সম্পর্কে আলোচনা করেন এবং যুবসমাজকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
তিনি বলেন, গত এক বছরে (জুলাই ২০২৪ থেকে জুন ২০২৫) কুমিল্লা সীমান্ত এলাকা থেকে বিজিবি তিন হাজার ২৩০ কেজি গাঁজা, ১৬ হাজার ৫৪২ বোতল ফেনসিডিল, ১৬ হাজার ৮৩০ বোতল মদ, তিন হাজার ৬২০ বোতল বিয়ার, তিন হাজার ৮২৬ বোতল ইস্কফ সিরাপ, ৯৮ হাজার ৫৬৬ টি ইয়াবা বড়ি ওিএক লাখ ৬৮ হাজার ৩২০টি অবৈধ ট্যাবলেট জব্দ করেছে। যার বাজারমূল্য প্রায় ১০ কোটি ৮২ লাখ টাকা ছাড়িয়েছে। তিনি বলেন, সীমান্ত এলাকায় মাদক প্রতিরোধে ভবিষ্যতেও কঠোর নজরদারি ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।