পাটকেলঘাটায় বিজয় দিবসে বিএনপি'র বিজয় মিছিল

এফএনএস (মোঃ মুজিবুর রহমান; পাটকেলঘাটা, সাতক্ষীরা) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২৪, ০৬:২৩ এএম
পাটকেলঘাটায়  বিজয় দিবসে বিএনপি'র বিজয়  মিছিল

সাতক্ষীরার পাটকেলঘাটায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএন পি) এর উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে   বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশিদুল হক রাজুর সভাপতিত্বে অনুষ্টিত সভায় ভার্চুয়ালে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।বিশেষ অতিথির বক্তব্য রাখেন,তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়,সহ সভাপতি গোলাম মোস্তফা,সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম শফি,সহ সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ,চেয়ারম্যান মফিদুল ইসলাম লিটু,জাহাঙ্গীর হোসেন,মহব্বত আলী,মুজিবর রহমান,উপজেলা যুবদলের আহবায়ক আতিয়ার রহমান, জেলা কৃষকদলের যুগ্ম সম্পাদক আলী হোসেন, তালা উপজেলা য্বুদলের  সদস্য  সচিব মোস্তফা কামাল মন্টু,আনিসুর রহমান,শেখ শওকত হোসেন,কামরুজ্জামান মোড়ল,রকনুজ্জামান,নূর মোহাম্মদ,আব্দুর রকিব সরদার,হায়দার আলী,শেখ আব্দুল খালেক,মনিরুল ইসলাম,ইমাদুল ইসলাম,শেখ সায়িদ,সোহাগ,মুক্তাদির প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,পরিবর্তিত পরিস্থিতিতে আর কোনো অপশক্তি যেন আজকের এ বিজয় ছিনিয়ে নিতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।আগামী নির্বাচনে আবারও তারেক জিয়ার নেতৃত্বে বিএনপি রাষ্ট্র  ক্ষমতায় আসবে।এ জন্য সাধারণ মানুষের অস্থা অর্জন করতে হবে। বিজয় দিবস উপলক্ষে বি এন পির নেতৃবৃন্দ দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার প্রত্যয়ে সবাইকে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানান।   দলীয় নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি স্থানীয় এলাকায় ব্যাপক সাড়া ফেলে এবং শান্তিপূর্ণভাবে শেষ হয়।

আপনার জেলার সংবাদ পড়তে