টাঙ্গাইলে সরকারি শিশু পরিবার এর জীবনমান উন্নয়ন শীর্ষক সেমিনার

এফএনএস ( টাঙ্গাইল ) : | প্রকাশ: ২৬ জুন, ২০২৫, ০৬:৪০ পিএম
টাঙ্গাইলে সরকারি শিশু পরিবার এর জীবনমান উন্নয়ন শীর্ষক সেমিনার

সরকারি শিশু পরিবার (বালক) টাঙ্গাইল কতৃর্ক আয়োজিত নিবাসীদের জীবনমান ও দক্ষতা উন্নয়নে কর্মকর্তা ও কর্মচারীদের করনীয়”শীর্ষক সেমিনার ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সরকারি শিশু পরিবার (বালক) টাঙ্গাইল মিলনায়তন কেন্দ্রে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো: তৌহিদুল ইসলাম। এসময় আরও বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর সমাজসেবা কর্মকর্তা ও সরকারি শিশু পরিবার (বালক) এর তত্ত্বাবধায়ক ইব্রাহীম। সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মাহবুব উল আলম খাসনবীশ, মো: মোতালেব মিয়া।

এসময় সরকারি শিশু পরিবার (বালক) এর জীবনমান উন্নয়ন শীর্ষক সেমিনারে বক্তারা নিবাসীদের বিভিন্ন ট্রেড এর উপর ট্রেনিং, ভাষগত দক্ষতা এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা বৃদ্ধির মাধ্যেমে তাদের আত্মনির্ভরশীল হবার অপার সম্ভাবনা রয়েছে বলে অভিব্যক্তি প্রকাশ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে