বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রাম- আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেন। শিল্পকলা একাডেমি মিলনায়তনে গত বুধবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআই জি মোঃ আহসান হাবীব পলাশ, চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রানী বিদ্যা বিভাগের অধ্যাপক ড হালদা রিভার্স রিচার্স ল্যাবরেটরির সমন্মক , ড. মো. মনজুরুল কিবরীয়া,অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন প্রফেসর ড. মোঃ শাহাদাত হোসেন, ডিন, ফ্যাকাল্টি অব মেরিন সায়েন্সস এন্ড ফিশারিজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।