চট্টগ্রামের হাটহাজারীতে হিন্দু সম্প্রদায়ের রথযাত্রা উৎসব আজ শুক্রবার। এ উপলক্ষে উপজেলা আওতাধীন পশ্চিম ধলই জগন্নাথ ধাম, এনায়েতপুর জগন্নাথ মন্দির, মির্জাপুর জগন্নাথ আশ্রম, মির্জাপুর মধুমঙ্গল জগন্নাথ আশ্রম, ফতেয়াবাদ শ্বশ্মান কালী বাড়ি জগন্নাথ আশ্রম, নন্দীরহাট শ্রী শ্রী জগন্নাথ ধাম, শিকারপুর গৌরাঙ্গ বাড়ি জগন্নাথ মন্দির দিনব্যাপী পৃথক পৃথক কর্মসূচি গ্রহন করেছে। রথযাত্রা উৎসবের সর্বশেষ কর্মসূচির বিকালে রথটানার মাধ্যমে কর্মসূচির সমাপ্ত করা হবে। রথযাত্রা উপলক্ষে বিভিন্ন মন্দিরে মেলা ও অনুষ্ঠিত হবে। এজন্য মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে ইতিমধ্যে যাবতীয় প্রস্ততি সম্পন্ন করা হয়েছে বলে সূত্র উল্লেখ করেছেন।