রামুতে আপন দুই সহোদরের হাতে ছোট ভাই খুন

এফএনএস (বলরাম দাশ অনুপম; কক্সবাজার) : | প্রকাশ: ২৬ জুন, ২০২৫, ০৬:৫৯ পিএম
রামুতে আপন দুই সহোদরের হাতে ছোট ভাই খুন

কক্সবাজার রামুতে জায়গা-সংক্রান্ত বিষয়ে আপন দুই ভাইয়ের আঘাতে নিহত হয়েছে পরিবারের মেজ ছেলে। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০ টার দিকে উপজেলার রশিদনগর ইউনিয়নের জেটির রাস্তা রেলবিট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মেজ ছেলে শওকত হোসেন (২৮) পেশায় একজন টাইলস মিস্ত্রি। তারা উভয়ে সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের ৯নম্বর আদর্শ গ্রামের মৃত হামিদ হোসেন'র পুত্র। 

ঘাতক দুই ভাই হলেন, কাউসার ওসমান (৩০) সাইফুল ইসলাম (২৪)। নিহতের মা রেহেনা বেগম জানান, জায়গা সংক্রান্ত বিষয়ে দুই ছেলের বউয়ের উস্কানিতে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল । আজ সকালে স্টেশনে দোকানে পান খেতে আসলে তারা অতর্কিত মেজ ছেলের ওপর হাতুড়ি ও চুরি দিয়ে হামলা করে। 

একই সাথে আপন মামাকে আবদুল গফুরকেও ছুরিকাঘাত করেছে তারা। ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈয়বুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে