মোল্লাহাটে তামাকবিরোধী প্রশিক্ষণ ও ডেঙ্গু-করোনা প্রতিরোধে সভা

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : | প্রকাশ: ২৬ জুন, ২০২৫, ০৭:০৩ পিএম
মোল্লাহাটে তামাকবিরোধী প্রশিক্ষণ ও ডেঙ্গু-করোনা প্রতিরোধে সভা

মোল্লাহাটে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে এক তামাকবিরোধী প্রশিক্ষণ ও ডেঙ্গু ও করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর ২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “তামাকমুক্ত সমাজ গঠনে সকলকে একযোগে কাজ করতে হবে। পাশাপাশি ডেঙ্গু ও করোনা প্রতিরোধে সচেতনতা ছড়িয়ে দিতে হবে ঘরে ঘরে। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় সরকার নানামুখী কার্যক্রম চালিয়ে যাচ্ছে, এসব কার্যক্রমে সকলের সম্পৃক্ততা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলার স্থানীয় সরকার উপ-পরিচালক ডাঃ ফখরুল হাসান। সভায় সভাপতিত্ব করেন মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ মোঃ ফজলুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়, আরএমও ডাঃ বিভুতি মল্লিক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার জামাল উদ্দিন, সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম মিয়া, যুগ্ম আহ্বায়ক শেখ সাহেদ আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ হেদায়েত উল্যাহ, প্রভাষক কামরুল হাসান রাসেল, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা শরীফ, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সাংবাদিক কে এম মাহামুদুল হক, আশিকুল ইসলাম মিয়া ও রায়হান সহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, স্বাস্থ্যকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।


অনুষ্ঠানে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারের ক্ষতিকর প্রভাব, আইনি নিয়ন্ত্রণ, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা, এবং করোনা ভাইরাস মোকাবেলায় স্বাস্থ্যবিধি প্রতিপালন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। সভা শেষে তামাকবিরোধী কার্যক্রমকে ত্বরান্বিত করতে বিভিন্ন প্রস্তাব গ্রহণ ও স্থানীয় পর্যায়ে বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন অংশগ্রহণকারীরা।

এছাড়া বিকাল ৩টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে নারকেল চারা বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রশিক্ষত নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। সার্বিক অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাস।

আপনার জেলার সংবাদ পড়তে