গাজীপুরের কাপাসিয়ায় বাস মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। ১৬ ডিসেম্বর সোমবার দুপুরে উপজেলা সদরে শীতলক্ষ্যা নদীর উপর নির্মিত 'ফকির মজনু শাহ্ সেতু'র উপরে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিহত হয়েছেন সাকিব মোল্লা (১৮)। সে উপজেলার কড়িহাতা ইউনিয়নের বেড়াইদোয়া গ্ৰামের শামীম মোল্লা ছেলে। অপরজন আবির আহমেদ আনান (১৭) একই ইউনিয়নের রামপুর গ্রামের মৃত গুলজার হোসেনের ছেলে।
জানা যায়, উপজেলার তরগাঁও এলাকা থেকে দুইজন মোটরসাইকেল যোগে কাপাসিয়া সদরের দিকে আসছিল। পথের সাথী পরিবহনের একটি বাস বিপরীত গাজীপুর থেকে টোক যাচ্ছিল। ফকির মজনু শাহ সেতুর উত্তর পাশে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেল আরোহীদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাশেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাকিব মারা যায়। অপরজন আনানকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় কর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় সেখানে সে মারা যায়।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন জানান, বাস মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। সাকিবের মৃতদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের জিম্মায় দেয়া হয়েছে। আনানের মৃতদেহ ঢাকায় রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন।