হিজড়া জনগোষ্ঠীর জীবন যাত্রার মান উন্নয়নে পিরোজপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা অডিটরিয়ামে আত্ম সাহায্য কর্মসূচির আয়োজনে অ্যাকসেস টু সাসটেইনেবল ডেভেলপমেন্ট ফর দ্যা হিজড়া কমিউনিটির উদ্যোগে কিক অফ মিটিং অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের।
আত্মসাহায্য কর্মসূচির নির্বাহী পরিচালক হাসনে আরা হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন এর উপ-পরিচালক আব্দুল হাই মল্লিক, জেলা মহিলা সংস্থার উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মনিকা আক্তার, মঠবাড়িয়াা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: শাকিল সারোয়ার। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্প পরিচালক মর্তুজা জুয়েল। পরে হিজড়া জনগোষ্ঠীর অংশগ্রহনে একটি নাটক মঞ্চস্থ হয়। পিরোজপুর সহ পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত হিজড়া জনগোষ্ঠির সদস্যরা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।