বরিশালে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত ১ হাজার ২৯ শিক্ষার্থী

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৬ জুন, ২০২৫, ০৭:৪২ পিএম
বরিশালে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত ১ হাজার ২৯ শিক্ষার্থী

বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার প্রথমদিন (২৬ জুন) বাংলা প্রথম পত্র পরীক্ষায় ১ হাজার ২৯ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া অসৎ উপায় অবলম্বনের জন্য নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে একজন শিক্ষার্থীকে বহিঃস্কার করা হয়েছে। এছাড়া ওই কেন্দ্রের ছয়জন শিক্ষকের কাছে মোবাইল ফোন পাওয়ায় তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দীকি জানিয়েছেন, বরিশাল বিভাগের ছয় জেলার ১৪৪টি কেন্দ্রে এবার এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশগ্রহনের কথা ছিল ৫৭ হাজার ৩৫৮ জন শিক্ষার্থীর। তবে পরীক্ষায় উপস্থিত হয়েছে ৫৬ হাজার ৩২৯ জন। ফলে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ২৯ জন। অনুপস্থিতির হার ১ দশমিক ৮৩ শতাংশ।

তিনি আরও জানিয়েছেন, স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে বরিশাল শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। করোনা ও ডেঙ্গু সংক্রামনের বিষয়টি মাথায় রেখে সবধরনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। প্রতিটি পরীক্ষা কঠোরভাবে ১৮টি টিমের মাধ্যমে পর্যবেক্ষন করা হচ্ছে। কোথাও কোন অনিয়ম পেলে কাউকেই ছাড় দেওয়া হবেনা বলেও তিনি উল্লেখ করেন।