তারাগঞ্জে অসুস্থ ছাগলের মাংস বিক্রির দায়ে জরিমানা

এফএনএস (প্রিয় তুল্লা সুমন; তারাগঞ্জ, রংপুর) : | প্রকাশ: ২৬ জুন, ২০২৫, ০৮:০২ পিএম
তারাগঞ্জে অসুস্থ ছাগলের মাংস বিক্রির দায়ে জরিমানা

রংপুরের তারাগঞ্জ উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে ও লাইসেন্স ছাড়া অসুস্থ ছাগল জবাই করে বিক্রির অভিযোগে মো. জাহিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ৫৫ কেজি পঁচা খাসির কলিজা, ফুসফুস, মাথা ও ভুড়ি জব্দ করে ধ্বংস করা হয়।

বুধবার (২৬ জুন ২০২৫) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের উত্তর ঘনিরামপুর দৌলতপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে উপজেলা প্রাণিসম্পদ অফিসের কোনো অনুমতি বা প্রত্যয়ন ছাড়াই রাতের আঁধারে অসুস্থ ছাগল ও ভেড়া জবাই করে তা বিভিন্ন জেলার নামকরা হোটেলে সরবরাহ করে আসছিলেন। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে বিষয়টি নিশ্চিত হয় প্রশাসন।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুবেল রানা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. ইফতেখায়রুল ইসলাম। অভিযানে সহযোগিতা করে তারাগঞ্জ থানা পুলিশ।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ অনুযায়ী অভিযুক্তকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে বলে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা।

আপনার জেলার সংবাদ পড়তে