২৬জুন পাঁচবিবি উপজেলা স্বেচ্ছাসেবক দলের এক নম্বর যুগ্ন আহবায়ক পৌর শহরের দানেজপুর এলাকার বারিক মন্ডলের ছেলে রেজাউল করিম কিনা সন্ত্রাসী হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে আজ বৃহস্পতিবার মারা যায়। পাঁচবিবি থানার ওসি মইনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
জানা যায় বুধবার বিকালে পৌর শহরের পল্লী বিদ্যুৎ এলাকায় রেজাউল করিম কিনার উপর সন্ত্রাসী হামলা হয়। এ অবস্থায় দ্রুত তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেওয়ার পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। আজ সকাল সাড়ে নয়টার দিকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পাঁচবিবি পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট জানান পূর্ব শত্রুতার জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে। তবে কারা হামলা চালিয়েছেন তা তিনি জানেন না বলে জানান।
পাঁচবিবি থানার ওসি মইনুল ইসলাম জানান ব্যক্তিগত দ্বন্দের জের ধরেই হত্যার ঘটনা ঘটে থাকতে পারে। তিনি জানান পুলিশ তদন্ত শুরু করেছে। থানায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। উল্লেখ্য গত বছরের ১৪ই সেপ্টেম্বরে বিএনপির বিবাদমান দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষে থানায় দুই পক্ষই মামলা দায়ের করেছিল। পৌর ছাত্রদলের আহবায়কের দায়ের করা মামলায় কিনা ১২ নং আসামি ছিলেন।