শেরপুর সদর উপজেলার বলায়েরচর ইউনিয়নের ধোবারচর এলাকার কাঁচাসড়ক পাকা করণের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ জুন) সকালে এ মানববন্ধনে অংশ নেন গ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসী। এ সময় বক্তব্য রাখেন, মো. আজিজ মেম্বার, জসিম উদ্দিন মেম্বার, আতাহার রহমান, মো.কামারুজ্জামান, অধ্যক্ষ আনোয়ার হোসেন, শিক্ষার্থী আরিফ হোসাইন রাজ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বলায়েরচর ইউনিয়নের ধোবারচর চৌরাস্তা মোড় থেকে কুমড়ারচর-আনন্দ বাজার পর্যন্ত তিন কিলোমিটার এ কাঁচা সড়কটি স্বাধীনতার পরপরই নির্মিত হয়। ৫৪ বছর পেরিয়ে গেলেও সড়কটির উন্নয়ন হয়নি। বর্ষা মৌসুমে বৃষ্টিতে এ কাঁচা সড়কটি কাদামাটিতে একাকার হয়ে যাতায়াতে গ্রামের ২০ হাজার জনগোষ্ঠী চরম দুর্ভোগের কবলে পড়েন। কৃষিপণ্য বাজারজাত করতে সমস্যা, স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরাও বিপাকে পড়েন। এছাড়া যোগাযোগ ব্যবস্থার অভাবে রোগীকে দ্রুত সময়ে হাসপাতালে নেওয়া যায় না। এজন্য ধোবারচর চৌরাস্তা মোড় থেকে কুমড়ারচর-আনন্দ বাজার পর্যন্ত সড়কটি প্রশস্ত করে পাকা করণের দাবী জানান।