সরাইলে দুই ইউপি চেয়ারম্যানকে অপসারণ

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ২৭ জুন, ২০২৫, ০৩:২৮ পিএম
সরাইলে দুই ইউপি চেয়ারম্যানকে অপসারণ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ও মামলার আসামী দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে। তারা দুজনই দলীয় প্রার্থী মনোনিত হয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। ২০২৪ সালের ৫ ই আগষ্টে সরকার পতনের পর থেকে তারা দুজনই আত্মগোপনে রয়েছেন। তাদের একজন হলেন শাহবাজপুর ইউপি চেয়ারম্যান ও ওই ইউনিয়ন শাখার আওয়ামী লীগের সভাপতি খায়রূল হুদা চৌধুরী বাদল। শাহজাদাপুর ইউনিয়নের চেয়ারম্যান ও সরাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোছা. আছমা বেগম। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন। উপজেলা প্রশাসন ও স্থানীয় একাধিক সূত্র জানায়, খায়রূল হুদা চৌধুরী ও আছমা বেগম গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে নির্বাচন করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। ২০২৪ সালের ৫ই আগষ্ট আওয়ামী লীগ তথা মহাজোট সরকার পতনের পর থেকে তারা নিজ কর্মস্থলে অনুপস্থিত। ফলে গত ১০ মাস ধরে ওই দুই ইউনিয়নে অচলাবস্থা বিরাজ করছে। এ ছাড়া তাঁরা উপজেলা মাসিক উন্নয়ন ও সমন্বয় সভা, মাসিক আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভায় নিয়মিত অনুপস্থিত ছিলেন। তাদের কোন প্রতিনিধিও ওই সকল সভায় যোগদান করছিলেন না। গত ২৩ জুন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারূল আলম স্বাক্ষরিত এক পত্রে শাহজাদাপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের দায়িত্ব দেন একই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-১ ও ইউপি সদস্য (৪ নম্বর ওয়ার্ডের সদস্য) অমরেশ সরকারকে। আর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্ব দেন উপজেলা সহকারি সমাজসেবা কর্মকর্তা মুনির হোসেন ভূঁইয়াকে। বিষয়টি নিশ্চিত করে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন বলেন, ওই দুই ইউনিয়নের চেয়ারম্যান ৫ আগষ্টের পর থেকেই কর্মস্থলে অনুপস্থিত। তাই তাদেরকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে। দায়িত্ব প্রাপ্ত ব্যক্তিরা শাহবাজপুর ইউনিয়নে আজ (গতকাল) বৃহস্পতিবার থেকে আর শাহাজাদাপুর ইউনিয়নে আগামী সপ্তাহ থেকে চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

আপনার জেলার সংবাদ পড়তে