চট্টগ্রামের চন্দনাইশ উপজেলাতে এলজিইডির আওতাধীন দোহাজারী জামিরজুরী সড়কের বেহাল অবস্থায় পরিনত হয়ে পড়েছে। দীর্ঘ সাড়ে তিন কিলোমিটারের জনগুরুত্বপূর্ণ সড়কটি বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে সামান্য বৃষ্টি হলেই গর্তগুলোতে কাদাপানি জমে একাকার হয়ে উঠে। ফলে সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। জমে থাকা কাদাপানিতে নষ্ট হয়ে যাচ্ছে সড়কটি দিয়ে চলাচলকারী স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থী এবং পথচারীদের। অথচ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পাঠানিপুল সংলগ্ন জামিরজুরী সড়কটি সংযুক্ত হয়ে প্রায় সাড়ে তিন কি:মি সড়কটি দোহাজারী ৬নং ওয়াড়ের অন্তত ৫/৬হাজার পরিবারের বসবাস। এসব পরিবারের লোকজনকে জরুরী কাজকর্মে চলাচলে দৃর্ভোগের সীমা নেই। কোন সংস্কার নেই সড়কটি। ফলে সড়কটির নানা গর্ত ও কাদাপানির কারণে যানবাহনগুলো বিকল হয়ে পড়ছে। জামিরজুরী রজবিয়া সুন্নিয়া মাদ্রাসায় পুড়ুয়া শিক্ষার্থী এমরান হোসাইন বলেন সড়কটির নানা স্থানে জমে থাকা কাদাপানি দিয়ে চলাচলে দুর্সাধ্য হয়ে পড়েছে নষ্ট হচ্ছে ব্যবহার করা কাপড় ছোপড়। এছাড়া স্থানীয় বাসিন্দারা জানান ুএলাকার গুরুত্বপূর্ণ সড়কটি জরুরী ভিত্তিতে সংস্কার করা প্রয়োজন হয়ে পড়েছে। এ ব্যাপারে উপজেলা এলজিইডি প্রকৌশলী মুহাম্মদ জুনাইদ আবছার চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি শিগগির বরাদ্দ পাওয়া মাত্র সড়কটি সংস্কার করা হবে বলে জানান।