কালিয়াকৈরে পুলিশী হয়রানির প্রতিবাদে পরিবহন শ্রমিকদের মহাসড়ক অবরোধ

আব্দুল আলিম অভি; কালিয়াকৈর, গাজীপুর | প্রকাশ: ২৭ জুন, ২০২৫, ০৪:১১ পিএম
কালিয়াকৈরে পুলিশী হয়রানির প্রতিবাদে পরিবহন শ্রমিকদের মহাসড়ক অবরোধ
কালিয়াকৈরে পুলিশী হয়রানির প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় শুক্রবার দুপুরে ঢাকা -টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে পরিবহন শ্রমিকরা।এ সময় শত শত গাড়িতে থাকা যাত্রী স্থানীয় একাধিক সুত্র জানায়,নাওজোর হাইওয়ে থানা পুলিশ প্রতিদিনই চন্দ্রা ত্রিমোড় এলাকায় পরিবহন শ্রমিকদেরকে নানা ভাবে হয়রানি করে আসছে। তাদের গাড়ি সিগনাল দিলেই টাকা নাহলেই মামলা। শুক্রবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রাস্থ সিপি বাংলাদেশ কারখানার সামনে কয়েকটি গাড়ি সিগনাল দিয়ে থামান এস আই তিনি গাড়ির কাগজ পত্র যাচাই বাছাইয়ের নামে টাকা দাবী করেন।টাকা দিতে অস্বীকার করলেই দেয়া হয় মামলা। গাড়ি চালক,, বলেন আমার গাড়ির সকল কাগজ ঠিক থাকার পরেও মামলা দেয়া হয়েছে। এমন অভিযোগের ভিত্তিতে পরিবহন শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ করতে থাকেন।এ সময় শত শত গাড়িতে থাকা যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। পরে ওই এসআই আব্দুল্লাহ ক্ষমা প্রার্থনা করলে শ্রমিকরা আধাঘন্টা পর অবরোধ তুলে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।
আপনার জেলার সংবাদ পড়তে