দীর্ঘ ষোল বছর পর নেত্রকোনার দুর্গাপুর উপজেলা জাতীয়তাবাদী দল(বিএনপি’র) দ্বি-বার্ষিক সম্মেলন আগামীকাল ২৮জুন শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনকে ঘিরে নেতা-কর্মী এবং বিএনপি সমর্থিত সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।
স্থানীয় জেলা পরিষদ অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে দিনব্যাপি এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনকে কেন্দ্র করে ইনডোর-আউটডোর ব্যাপক সাজসয্যা করা হয়েছে।
সম্মেলনে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাগন উপস্থিত থাকার কথা রয়েছে। সম্মেলনের দ্বিতীয় পর্যায়ে উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি পুর্ণাঙ্গ কমিটি গঠন করার কথা রয়েছে। উল্লেখ্য যে এ মাসের প্রথম দিকে শুরু করে ১৫ তারিখের মধ্যে ইউনিয়ন বিএনপি’র পুর্ণাঙ্গ কমিটি গঠন করতে সক্ষম হয়েছে।