হিজলায় ভূমিদস্যু ঝন্টু বেপারী'র বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

এফএনএস (মোঃ নুরনবী; হিজলা, বরিশাল) : | প্রকাশ: ২৭ জুন, ২০২৫, ০৪:৩৫ পিএম
হিজলায় ভূমিদস্যু ঝন্টু বেপারী'র বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

বরিশালের হিজলায় ঝন্টু বেপারী নামে এক ভূমিদস্যু ,আন্তঃজেলা ডাকাত দলের সরদারের বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী। ২৭ জুন শুক্রবার সকাল ১১ টায়  উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

বিগত আওয়ামী সরকারের আমলে দলের প্রভাব দেখিয়ে, অবৈধ জমি দখলসহ সন্ত্রাস কর্মকাণ্ড করে হয়েছেন কোটিপতি। ছিলেন আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। তার ভয়ে এলাকাবাসী মুখ খুলতে ভয় পেতো। দরিদ্র অসহায় এলাকাবাসী এই ভূমিদস্যুর ও তার সহযোগীদের হাত থেকে মুক্তি চায়। ভুক্তভোগী এলাকাবাসী তাদের জমি ফেরত চায়।

ভুক্ত ভোগী পরিবারগুলোর দাবি  দলিল পত্র, মিউটিসন,  আদালতের রায় থাকার পরও তাদের জমি জোরপূর্বক ভোগ করে আসছেন এই ভূমিদস্যুরা।  ভুক্তভোগীদের কে হয়রানি করার জন্য তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রদান করেন । এ সময় তারা বিভিন্ন দলিল দস্তাবেজ প্রদর্শন করেন। মিথ্যা রেহাই পেতে ও তাকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেন ভুক্তভোগী পরিবার । এলাকাবাসীদের এই মামলাবাজ ঝন্টু বেপারী ও তার সহযোগীদের হাত থেকে তারা মুক্তি চায় । নিরীহ মানুষেরা বাঁচতে ও তাদের জমি ফেরত চায়। এসময়  এক ভূক্তভোগি বলেন, ‘আমি প্রায় ৪০বছর আগে একটি জমি ক্রয় করি।  আমার দলিল, রেকর্ড থাকার পরেও জমির উপর ঝন্টু বেপারী ও তার সহযোগিরা অনেক বছর যাবত জোরপূর্বক দখল করে রেখেছে। আমাদের জমি বুঝিয়ে দিচ্ছে না। আমি জমির কাছে গেলে আমাকে খুন করার হুমকি প্রদান করে এদের সর্বোচ্চ বিচার দাবী করছি।

মানববন্ধনে ভুক্তভোগী পরিবারগুলো অভিযোগ করেন খুন্না গোবিন্দপুর  গ্রামের আঃ খালেক চৌকিদার, খলিল মোল্লা,  রওশন আরা বেগম, মাস্টার আইয়ুব আলী, সরকারি চাকুরীজীবী মোঃ সেলিম মিয়া, শহিদ আকন, তোফাজ্জল মাষ্টার, মিঠু হাওলাদার, আবুবকর, অডিটর আব্দুল মালেক দেওয়ান মোঃ মজিবল মাষ্টার, মোঃ শাহেদ সহ অনেক পরিবারের সম্পত্তি দখল করে রাখছেন।

এ ব্যাপারে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। কাউকে হুমকি প্রদান, জমি দখল করলে, কাউকে ছাড় দেওয়া হবে না। আইন তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে।

আপনার জেলার সংবাদ পড়তে