জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) শুরু হয়েছে দুই দিনের ডিবেটিং উৎসব। ২৭ জুন দুপুর থেকে ইউনাইটেড ট্রাস্ট, ইউনাইটেড পাবলিক স্কুল এন্ড কলেজ, রাহেল অটোস এবং জব সল্যুশনের আর্থিক সহায়তায় ময়মনসিংহ জোনের ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফবিডি) জাবিপ্রবি’র ডিবেটিং সোসাইটি এর আয়োজন করেছে। এনডিএফ’র চেয়ারম্যান একেএম শোয়েব এতে সভাপতিত্ব করেন। জাবিপ্রবির ভিসি প্রফেসর ড. রোকনুজ্জামান প্রধান অতিথির বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন এনডিএফ বিডি’র চেয়ারম্যান একেএম শোয়েব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন-জামালপুর পল্লী উন্নয়ন একাডেমির পরিচালক আনোয়ার হোসেন, জাবিপ্রবির প্রোভিসি প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. নূর হোসেন চৌধুরী, ইউনাইটেড পাবলিক স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল কর্নেল অব. রাশেদুল ইসলাম খান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম, এনডিএফ বিডি’র সিনিয়র অ্যালামনাই ও বিসিএস তথ্য ক্যাডার কর্মকর্তা মাজহারুল ইসলাম রাজন, এনডিএফ বিডি’র মহাসচিব আশিকুর রহমান আকাশ, জাবিপ্রবিডিসো’র উপদেষ্টা রাবেয়া খান রিতু, অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, ডেবিটিং গ্রুপের সভাপতি ইয়াসির আরাফাত প্রমুখ। সংসদ, শিক্ষা-দীক্ষা, সনাতনসহ নানা বিষয়ের ডিবেটিংএ ১৪৪টি স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের ৪৪৪ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেছেন।