ইন্দুরকানীতে ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : | প্রকাশ: ২৭ জুন, ২০২৫, ০৬:৫৬ পিএম
ইন্দুরকানীতে ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ জুন) চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয় কক্ষে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মোট ৪৫৯ ভোটারের মধ্যে ৪৩৩ জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি পদে মোঃ দুলাল ফকির ও মোঃ জাকির হোসেন সমানভাবে ১৬৬ ভোট পান, ফলে এই পদে চূড়ান্ত সিদ্ধান্ত স্থগিত রয়েছে। বিষয়টি জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সিদ্ধান্তক্রমে পরবর্তীতে নির্ধারণ করবেন। সাধারণ সম্পাদক পদে মোঃ সাফায়েত হাওলাদার ২১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ১০৯ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ ইউনূস আকন ২৭৮ ভোটে বিজয়ী হন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ১১৬ ভোট। সম্মেলন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে