বাগেরহাট ও কচুয়ায় শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ

এফএনএস (আয়শা সিদ্দকা; কচুয়া, বাগেরহাট) : | প্রকাশ: ২৭ জুন, ২০২৫, ০৭:০৬ পিএম
বাগেরহাট ও কচুয়ায় শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ

বিএনপি নেতা খান মনিরুল ইসলামের পক্ষ থেকে বাগেরহাট ও কচুয়ায় ৬ টি পরীক্ষা কেন্দ্রের সামনে এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করেন। 

বাগেরহাট -কচুয়া ২ আসনের মনোনয়ন প্রত্যাশী বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহসভাপতি বর্তমান আহবায়ক কমিটির সদস্য খান মনিরুল ইসলামের সাথে ছিলেন পৌর বিএনপির সভাপতি শাহেদ আলী রবি, গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউট এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, জেলা ছাত্রদলের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান রাসেল, ইমরান মির্জা,মিরাজ হোসেন,আদনান আরিয়ান,পিসি কলেজ ছাত্রদল নেতা বেল্লাল হোসেন,সিহাব,জীম,কাজী আয়শা,রিফাত, তনু প্রমুখ। 

এদিন মাস্ক ও কলম বিতরণ এবং অভিভাবকদের মাঝে পানিও গ্লুকোজ স্যালাইন বিতরণ করা হয়। বিতরণ কাজে সহায়তা করেন যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

এদিন খান মনিরুল ইসলাম বলেন, যেহেতু করোনার প্রাদুর্ভাব শুরু হয়েছে মানুষ আতঙ্কিত হতে পারে এজন্য বাগেরহাটের ছয়টি কেন্দ্রে এ ধরনের উপকরণ আমরা  এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের মাঝে বিতরণ করেছি। 

আপনার জেলার সংবাদ পড়তে