কচুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত

এফএনএস (আয়শা সিদ্দকা; কচুয়া, বাগেরহাট) : | প্রকাশ: ২৭ জুন, ২০২৫, ০৭:০৯ পিএম
কচুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত

বাগেরহাটের কচুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবককে বাড়ি উপজেলার দক্ষিণ গোপালপুর গ্রামে। তিনি পেশায় কাঠমিস্ত্রী তার নাম মামুন মৃধা (৩০)। গতকাল  সকালের দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায় , নিহত মামুন মৃধা আলতাফ মৃধার পুত্র । তার নিজ বাড়ির সামনে চলাচলের রাস্তা না থাকায় নিজ উদ্যোগে বাগানের ভিতর দিয়ে রাস্তা তৈরি করার কাজ করছিলেন। এসময় বাগানের পাশে ঝুলে থাকা একটি বিদ্যুৎ লাইনের তারে অসাবধানতাবশত জড়িয়ে পড়েন। 

 বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঐ এলাকার সাহাজান শেখের ছেলে শিপন শেখ দীর্ঘদিন ধরে ওই লাইনের মাধ্যমে ইজিবাইক চার্জ দিতেন।

নিহতের পরিবারে তার অসুস্থ পিতা ও ৭ বছরের ১ টি কন্যা শিশু রয়েছে । পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার।

এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ রাশেদুর আলম বলেন, আমরা তার লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি। আইনি প্রক্রিয়া শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

আপনার জেলার সংবাদ পড়তে