বাগেরহাটে পালিত হচ্ছে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব

এফএনএস (আয়শা সিদ্দকা; কচুয়া, বাগেরহাট) : | প্রকাশ: ২৭ জুন, ২০২৫, ০৭:১০ পিএম
বাগেরহাটে পালিত হচ্ছে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব

কচুয়ায় নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হচ্ছে।  শুক্রবার (২৭জুন) দুপুরে বাগেরহাট এর কচুয়ায় শ্রী শ্রী শিবপুর শিববাড়ি রাধাগোবিন্দ মন্দিরে হাজার হাজার ভক্ত পূর্নার্থীরা জড়ো হয়ে রথটানে অংশ নেন। ভক্তবৃন্দ জগন্নাথদেবের রথকে রশি দিয়ে টেনে শ্রীশ্রী সাইনবোর্ড বাজার হরিসভা মন্দিরে নিয়ে রাখেন। এসময় আগত রাজনৈতিক এবং ধর্মীয় নেতৃবৃন্দরা সম্প্রীতি বজায় রেখে সবাইকে উৎসব পালন করার আহবান জানান।

প্রথম দিনের রথটান শেষে সাইনবোর্ড বাজার মন্দিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সমন্বয়ক এম এ সালাম। 

এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিলয় ভদ্র, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট বাগেরহাট জেলা শাখার আহবায়ক ও শিবপুর শিববাড়ি মন্দির কমিটির সভাপতি প্রদীপ বসু সন্তু,সাধারণ সম্পাদক শিমুল চন্দ্র রায়, জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক মোহনলাল হালদার, সদস্য সচিব বাবলা হালদার বিপ্লব, জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, কচুয়া উপজেলা বিএনপির আহবায়ক হাজরা আসাদুল ইসলাম পান্না, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কচুয়া উপজেলা শাখার আহবায়ক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক বাসুদেব মুন্সি খোকন,সদস্য সচিব গৌতম রায় মনা, কচুয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম- আহ্বায়ক শিকদার মশিউর রহমান মুক্তা,কচুয়া উপজেলা কৃষক দলের সভাপতি আলমামুন মুক্তি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে নয়দিন ব্যাপী উৎসবের আয়োজন করেছে পূজারীরা। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে হোমযজ্ঞ, পূজা অর্চনা, রামায়ণ গান, শ্রীমদ্ভাগবতপাঠ, শ্রীমদ্ভাগীতাপাঠ, লীলামৃত পাঠ, বৈদিক চলচ্চিত্র প্রদর্শনী ও ভজন কীর্তন। রথটানা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। আগামী ২৫ তারিখ উল্টো রথের মধ্য দিয়ে এ বছরের মত আয়োজন শেষ হবে।

আপনার জেলার সংবাদ পড়তে