বালিয়াকান্দিতে পুলিশের এসআইয়ের বাড়িতে ডাকাতি

এফএনএস (জাকির হোসেন; বালিয়াকান্দি, রাজবাড়ি) : | প্রকাশ: ২৭ জুন, ২০২৫, ০৭:১৪ পিএম
বালিয়াকান্দিতে পুলিশের এসআইয়ের বাড়িতে ডাকাতি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের লক্ষনদীয়া গ্রামের পুলিশের উপ পরিদর্শক রাম প্রসাদ সরকারের পৈতিক বাড়িতে ডাকাতি হয়েছে। বৃহস্পতিবার  দিনগত মধ্যরাতে এ ঘটনা ঘটে।

ওই বাড়িতে পুলিশের বাবা ও মা ছিলেন। তাঁদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাত দল টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায় বলে অভিযোগ করেন রাম প্রসাদ সরকারের পরিবার।

রাম প্রসাদ সরকারের মা মিনা রানী সরকার বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে ১০ থেকে ১২ জনের একদল ডাকাত বাড়িতে ঢোকে। তারা বাড়ির দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এ সময় ধারালো অস্ত্রের মুখে তাদের জিম্মি করে ধরে টাকা টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ডাকাতেরা। পরে তাদের চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে আসেন। এ সময় ডাকাত দল ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।  খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের লক্ষনদীয়া গ্রামে পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি।

আপনার জেলার সংবাদ পড়তে