স্বজন প্রীতির মাধ্যমে সুযোগ সন্ধানী কাউকে দলে নেওয়া যাবেনা এছাড়াও বিগত ফেসিস সরকারের দলের কোন লোক যেন সদস্য না হতে পারেন সেদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য চিকিৎসক নেতা ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।
আজ শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদের হলরুমে পৌর বিএনপির আয়োজনে নতুন সদস্য সংগ্রহ ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,সদস্য নেওয়ার সময় মনে রাখতে হবে সুযোগ সন্ধানী কাউকে দলে নেওয়া যাবেনা।হিন্দু মুসলমান, বৌদ্ধ, খ্রীষ্টান হোক না কেন ভালো মানুষকেই সদস্য নিতে হবে।
তিনি বলেন, আমাদের খেয়াল রাখতে হবে প্রত্যেক ওয়ার্ডে কম পক্ষে ২৫ শতাংশ নারী যেন থাকেন।নতুন সকল সদস্যদের ডাটাবেজ তৈরি করে প্রত্যেকে আলাদা আলাদা কার্ড সরবরাহ করা হবে।
চিকিৎসক নেতা বলেন,আপনাদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।কোন অবস্থাতেই কেউ যেন অভিযোগ দিতে না পারে সেই দিকে খেয়াল রাখতে হবে। আমাদের মা বোনদের এই বেশি বেশি করে সম্পৃক্ত করতে হবে।কারন আপনার একটি ভোট হলে তাদেরও একটি ভোট। আমরা মা বোনদের বিএনপির ছায়ায়তলে নিতে চাই। প্রাথমিক ভাবে ২৫ শতাংশ নারীকে নতুন সদস্য নিতে কর্মসূচি নিয়েছি। আগামী বছর ৩০শতাংশ নারীকে সদস্য করা হবে।
তিনি বলেন ,এই সদস্য নেওয়ায় সময় কোন ভাবেই আপনাদের মধ্যে কাঁদা ছোড়াছুড়ি করা যাবেনা।যে যেখানে সদস্য হবেন সেখানকার ঠিকানা ব্যবহার করতে হবে।আমরা বিএনপিকে আপডেটেড করতে চাই। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর লোকদের কি ভাবে দলে নেওয়া যায় সেই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে।
তিনি বলেন, অন্য দলের আদর্শকে লালন করা যাবেনা, শহিদ জিয়ার আদর্শকে মনে প্রাণে বিশ্বাস করা, কোন দন্ড প্রাপ্ত নন এবং ১৮ বছরের নিচে হবেনা না।এই সকল যোগ্যতা থাকলেই নতুন সদস্য হওয়া যাবে।
অনুষ্ঠানে বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিঞা মোঃ শরিফুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী রুবেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদকসহ উপজেলার প্রায় ৫ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপজেলার ৬৩ ওয়ার্ডে ২শ করে ফরম বিতরণ করা হয়েছে।