ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়া বাবুবাজার কৃষিপণ্য সংগ্রহ কেন্দ্র সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন স্থগিত করা হয়েছে। ২৯ জুন এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিগত কমিটির সমিতির আত্মসাৎকৃত টাকা উদ্ধার ও নির্বাচনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনা থাকায় ব্যবস্থাপনা কমিটি সর্বসম্মতিক্রমে সমিতির সাধারণ সভা ও নির্বাচন স্থগিত করে নোটিশ জারি করেন। সমিতির ব্যবস্থাপনা কমিটির সভাপতি নুরুল আলম, সদস্য ছৈয়দ আলম ও মোজাম্মেল ২৬ জুন এ সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি প্রচার করেন। এতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নির্বাচনী কার্যক্রম স্থগিত থাকবে বলে উল্লেখ করা হয়। সমিতির বিধিমালা/ ২০০৪, (সংশোধন ২০২০) এর ১৬ (০৪) বিধিমতে এ উদ্যোগ নেয়া হয়। একই দিন ঈদগাঁও উপজেলা সমবায় অফিসার ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি দিদারুল ইসলাম জানান, সমিতির শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কায় স্থানীয় ইসলামাবাদ ইউনিয়ন চেয়ারম্যান ও এম ইউ পি সহ ১৮ জন নির্বাচন স্থগিত করতে তার নিকট আবেদন করেন। তৎপ্রেক্ষিতে তিনি নির্বাচন স্থগিত করার জন্য ব্যবস্থাপনা কমিটির নিকট অনুরোধ জানান। উল্লেখ্য, সমিতির নির্বাচন কমিটি কর্তৃক গত ২৬ মে সাধারণ সভা ও নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।