ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেঘনার ভাঙ্গন রোধে জিও ব্যাগ বসানোর কাজ উদ্ধোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন। এ সময় জেলা পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি উপস্থিত ছিলেন। গতকাল সকাল ১১টার দিকে উপজেলার পানিশ্বর বাজার এলাকায় এই কাজ শুরূ করা হয়েছে। উপস্থিত গ্রামবাসী ইউএনও ও পানি উন্নয়ন বোর্ডকে অভিনন্দন জানিয়েছেন।
সূত্র জানায়, গত ৮-১০ বছর ধরেই পানিশ্বর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম মেঘনার ভাঙ্গনের শিকার হচ্ছে। ইতোমধ্যে ২-৩ টি গ্রাম নদীতে বিলীন হয়ে গেছে। অনেকে নিজ গ্রাম ছেড়ে অন্যত্র গিয়ে বসতি গড়েছেন। গত ২-৩ মাস আগে ভারী বর্ষণ ও নদীর পানি বৃদ্ধির পরে আবারও নদী গর্ভে বিলীন হতে গ্রাম বাজার চাতাল মিল মসজিদ ও বাজার। মানুষের আহাজারির খবর পেয়ে সেখানে ছুটে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন। তারা প্রায় ২-৩ কিলোমিটার এলাকার নদী ভাঙ্গন সরজমিনে পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তারা প্রাথমিক ভাবে ভাঙ্গন ঠেকাতে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছিলেন। ইতোমধ্যে তারা ভাঙ্গন রোধে জিও ব্যাগ ফেলতে ৬০ লাখ টাকা বরাদ্ধ দিয়েছেন। শুক্রবার সকালে এই বরাদ্ধের কাজেরই উদ্ধোধন করেছেন ইউএনও। এ সময় পানি উন্নয়ন বোর্ডের একজন প্রকৌশলীও উপস্থিত ছিলেন। আর কয়েক গ্রামের সহস্রাধিক লোক উপস্থিত হয়ে অভিনন্দন জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড ও সরাইলের ইউএনও কে। এলাকাবাসী জানান, ৬০ লাখ টাকার জিও ব্যাগ ফেললে আপাতত আমরা বিপদমুক্ত হতে পারব ইনশাল্লাহ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন বলেন, ভাঙ্গনের অবস্থা দেখে পানি উন্নয়ন বোর্ডের কাছে বড় করেই আবেদন করেছিলেন। উনারা যতটুকু দিয়েছেন শুকুর আলহামদুলিল্লাহ। তবে বেরিবাধ হচ্ছে স্থায়ী সমাধান। সেটি সময় সাপেক্ষ ও এমপি মন্ত্রীর কাজ। আল্লাহর চাহেতু এক সময় সেটি হবে।