কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা বিএনপির ৯ বছর পর উপজেলা কমিটি গঠনের জন্য আজ শনিবার সকাল ১১টায় পৌরসভার নাজিম ভূইয়া মাঠে প্রস্তুতি অনুষ্ঠিত হয়েছে। তবে দ্বি-বার্ষিক সম্মেলনের তারিখটি আগামী ০৫ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে প্রস্তুতি সভায় একথা নেতাকর্মীরা বক্তব্যে উল্লেখ করেন। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন বাজিতপুর-নিকলী আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী উপজেলা বিএনপির আহ্বায়ক, জেলা বিএনপির সহ-সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবালের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতি সভার সভাপতি শেখ মজিবুর রহমান ইকবাল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সিআইপি মোঃ শরিফুল আলম এর নির্দেশনায় ৫ জুলাই বাজিতপুর উপজেলা বিএনপির কমিটি গঠন ও সম্মেলন করার কথা রয়েছে। তিনি বলেন, গত সাড়ে ১৫ বছরে ফ্যাসীবাদ সরকারের আমলে তিনি এবং তার হাজার হাজার নেতাকর্মীরা মিথ্যা মামলায় জেল, জুলুম, হুলিয়াসহ গুমের মত ঘটনা ঘটেছে। এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মস্তোফা আমিনুল হক, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইন্দ্রজিত দাস, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী, যুগ্ম আহ্বায়ক ডালহৌসী, যুগ্ম আহ্বায়ক মোঃ মহসীন মিয়া, যুগ্ম আহ্বায়ক আলে মোহাম্মদ আলম, ছাত্রদলের সদস্য সচিব ইফতেখার হায়দার ইফতি, উপজেলা শ্রমিক দলের সভাপতি আলী আহসান সবুজ, সাধারণ সম্পাদক আনার হোসেন প্রমুখ।