পিরোজপুরের কাউখালীতে দীর্ঘ ৯বছর পর উৎসবমুখর পরিবেশে শিয়ালকাঠি ইউনিয়নে বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শনিবার ২৮জুন সকাল দশটায় জোলাগাতী মুসলিম আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিয়ালকাটি ইউনিয়ন বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়। সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে ৯টি ওয়ার্ডের ৪৫৯ জন কাউন্সিলের মতামতের মাধ্যমে মোঃ মুনিরুজ্জামান মিন্টু সভাপতি, শাহ আলম সেপাই সাধারণ সম্পাদক ও কাজী বেলায়েত হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সম্মেলনে প্রথম অধিবেশনের শুভ উদ্বোধন করেন কাউখালী উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবির, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সম্মেলন প্রস্তুত কমিটির প্রধান এডভোকেট সৈয়দ সাব্বির আহমেদ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা বিএনপি'র সদস্য সচিব এইচ,এম দ্বীন মোহাম্মদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান মিয়া, পিরোজপুর জেলা বিএনপির সদস্য জাকির হোসেন। সম্মেলনে আরো রাখেন কাউখালী উপজেলা বিএনপি'র যুগ্ন আহ্বায়ক জিয়াউল হাসান নিক্সন, বদরুদ্দোজা মিয়া, গিয়াস উদ্দিন অলি, রফিকুল ইসলাম রফিক, উপজেলা বিএনপির সম্মানিত সদস্য শাহ ইমরান ফারুক, ইউনিয়ন বিএনপির নেতা কাজী বেলায়েত হোসেন, শাজাহান হাওলাদার, মোস্তাফিজুর রহমান আলো বিশ্বাস, মোঃ লোকমান হোসেন সম্মেলনে সভাপতিত্ব করেন শিয়ালকাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি মুনিরুজ্জামান মিন্টু সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক শাহ আলম সেপাই ।
এছাড়া আগামী ২৯জুন চিরাপারা পারসাতুরিয়া ইউনিয়ন, ৩০জুন সয়না রঘুনাথপুর ইউনিয়ন, ১জুলাই আমড়াজুড়ি ইউনিয়ন ও ২জুলাই কাউখালী সদর ইউনিয়ন বিএনপি'র কাউন্সিল অনুষ্ঠিত হইবে।
উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির ও উপজেলা বিএনপির সদস্য সচিব এইচএম দ্বীন মোহাম্মদ বলেন, ২০১৬ সালের পরে আমরা এতদিন স্বৈরাচারী সরকারের হামলা-মামলার কারণে বিএনপি'র ইউনিয়ন কাউন্সিল করতে পারেনি। আশা করি সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় উপজেলার পাঁচটি ইউনিয়নের ইউনিয়ন বিএনপির কাউন্সিল অনুষ্ঠান অনুষ্ঠিত হইবে।