পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) সকাল ১০টায় পত্তাশী জনকল্যাণ কলেজ কেন্দ্রে আয়োজিত এই সম্মেলনে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মোট ৪৫৯ জন কাউন্সিলর ব্যালটের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করেন। সভাপতি পদে মোঃ কবির হোসেন খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে মোঃ হেমায়েত উদ্দিন খান ৩২০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হুমায়ুন কবির শেখ পেয়েছেন ৯৬ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ কবির শিকদার ৩৯৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী মোঃ জামাল হাওলাদার পেয়েছেন ৫২ ভোট।