রাণীনগরে গাঁজার গাছ সহ গ্রেফতার ৩

এফএনএস (মোঃ ওহেদুল ইসলাম মিলন; রাণীনগর, নওগাঁ) : | প্রকাশ: ২৮ জুন, ২০২৫, ০৫:০৮ পিএম
রাণীনগরে গাঁজার গাছ সহ গ্রেফতার ৩

 নওগাঁর রাণীনগর থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে। এসময় একজনের বাড়ী থেকে তিন কেজি ওজনের দুটি গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান জানান, বাড়ীর আঙ্গিনায় গাছ লাগিয়ে গাঁজা চাষ করা হচ্ছে,এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে উপজেলার পারইল পাতাপাড়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই গ্রামের নারায়ন চন্দ্রের ছেলে অমল চন্দ্র (৩৯) কে আটক করা হয় এবং তার বাড়ীর আঙ্গিনা থেকে চাষকৃত দুটি গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। গাছ দুটির ওজন প্রায় তিন কেজি হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। এঘটনায় শনিবার সকালে মামলা রুজু করে রুজুকৃত মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। 

এছাড়া একই রাতে আদালতের পরোয়ানা অনুযায়ী উপজেলার চকাদীন গ্রামের নজু সরদারের ছেলে ফজলু সরদার(২৮) এবং গোনা মধ্যপাড়া গ্রামের মোতালেব হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম(৩৪)কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে