কবি ও সাহিত্যিকদের মিলন মেলা

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
| আপডেট: ২৮ জুন, ২০২৫, ০৫:১৮ পিএম | প্রকাশ: ২৮ জুন, ২০২৫, ০৫:১৪ পিএম
কবি ও সাহিত্যিকদের মিলন মেলা

চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজ ও বাংলা ভাষা-বাঙালি সংস্কৃতি সমাজের যৌথ আয়োজনে বরিশালের গৌরনদীতে ফল উৎসব ও কবি সাহিত্যিকদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের উপজেলা কার্যালয়ে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সভাপতি জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে মিলনমেলায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কবি ও উপন্যাসিক মহাদেব বসু, কবি মো. জাহাঙ্গীর হোসেন, মো. শাহিন, জিল্লুর রহমান, অধ্যাপক আব্দুল হাকিম, চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সাধারন সম্পাদক কবি সিকদার রেজাউল করিমসহ অন্যান্যরা। কবি ডা. মনীষ চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে আগত কবিরা তাদের স্বরচিত কবিতা আবৃত্তি করেন। বিরতিহীনভাবে অনুষ্ঠান চলে রাত নয়টা পর্যন্ত। শেষে দেশীয় ফল ভোজনের মধ্যদিয়ে ফল উৎসব অনুষ্ঠিত হয়। মিলন মেলায় বরিশালের বিভিন্ন উপজেলার কবি, লেখক, সাহিত্যিক ও উপন্যাসিকগণ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে