কয়রায় বিষযুক্ত চিংড়ি সহ আটক ৬

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ২৮ জুন, ২০২৫, ০৫:২৮ পিএম
কয়রায় বিষযুক্ত চিংড়ি সহ আটক ৬

কয়রা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে  ৬০ কেজি বিষ প্রয়োগকৃত চিংড়ি মাছ সহ ১ জনকে আটক করেছে। এ ছাড়া একই অভিযানে  পরোয়ানাভুক্ত ৫ জন আসামীকে আটক করতে সক্ষম হয়েছে । আটককৃতদের মধ্যে ১ জন ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামি । গত  শুক্রবার (২৭ জুন) রাতে এই অভিযান পরিচালিত হয়। আটককৃতরা হলেন ৪ নং কয়রা গ্ৰামের মৃত আব্দুল হামিদের ছেলে আবুল হাসান (৩০), বামিয়া গ্ৰামের মৃত বিমল কৃষ্ণ মন্ডলের ছেলে পরিতোষ মন্ডল, মৃত যতীন্দ্রনাথ মন্ডলের ছেলে মনিমহল মন্ডল,মৃত সুনিল মন্ডলের স্ত্রী সবিতা রাণী মন্ডল, লক্ষী কান্ত মন্ডলের স্ত্রী সপ্না রাণী মন্ডল ও ঘুগরাকাটি গ্ৰামের আঃ রশিদ। কয়রা থানার অফিসার ইনচার্জ  জিএম ইমদাদুল হক জানান, বিষাক্ত চিংড়ি মাছগুলো জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। আটককৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, "বিষ প্রয়োগকৃত মাছের জড়িত ব্যাক্তিদের আটক করতে ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিদের ধরতে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে