খুলনায় প্রাইভেট কারের ধাক্কায় চা দোকানী নিহত

এফএনএস (এম এ আজিম; খুলনা) :
| আপডেট: ২৮ জুন, ২০২৫, ০৫:৩০ পিএম | প্রকাশ: ২৮ জুন, ২০২৫, ০৫:৩০ পিএম
খুলনায় প্রাইভেট কারের ধাক্কায় চা দোকানী নিহত

খুলনার রূপসা সেতুর টোল প্লাজার সামনে প্রাইভেট কারের ধাক্কায় আল মামুন (৪৭) নামের এক পথচারী নিহত হয়েছেন। শুক্রবার (২৭জুন) রাত পৌনে ১০ টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আল মামুন জাবুসা এলাকার আব্দুল মালেকের পুত্র। তিনি টোল প্লাজা সংলগ্ন এলাকায় চা বিক্রি করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রূপসা সেতুর টোল প্লাজা সংলগ্ন চায়ের দোকানদার আল মামুন রাস্তা পার হওয়ার সময় প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

অপরদিকে মামুনকে চাপা দিয়ে প্রাইভেট কারটি খুলনা শহর অভিমুখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু স্থানীয় জনতা মোটরসাইকেল নিয়ে লবণচরা থানাধীন সাচিবুনিয়া পেট্রোল পাম্পের কাছে গিয়ে প্রাইভেট কারের গতি রোধ করে চালকসহ গাড়িটি আটক করে পুলিশে সোপর্দ করে।

রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান  জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। চালকসহ গাড়িটি বর্তমানে লবণচরা থানায় আটক রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার জেলার সংবাদ পড়তে