দুই দশকে দেশের রাজনীতিকে আওয়ামী লীগ ধ্বংস করেছে— এমনই অভিযোগ তুলেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, এ কারণে সাধারণ মানুষের কাছে রাজনীতিবিদদের ওপর আস্থা আনাই এখন বড় চ্যালেঞ্জ। তবে বিএনপি সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।
শনিবার (২৮ জুন) নেত্রকোনার দুর্গাপুর উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। দীর্ঘ ষোলো বছর পর অনুষ্ঠিত এই সম্মেলন ঘিরে নেতা-কর্মী এবং বিএনপি-সমর্থিত সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
বক্তব্যে কায়সার কামাল বলেন, “শুধু আগামী নির্বাচন নয়, যতদিন বিএনপির একজন কর্মী হিসেবে থাকব, ততদিন মানবতার সেবায় জনাব তারেক রহমানের নির্দেশে নিজেকে উৎসর্গ করব ইনশাল্লাহ।”
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নির্বাচন প্রসঙ্গে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “আমরা বিশ্বাস করি, রাষ্ট্রযন্ত্র যারা চালাচ্ছেন, তাদের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিতে হবে। অন্যথায় বিএনপির মানুষ রাজপথে নেমে আসবে।” তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং সাংবিধানিক সরকার গঠনের জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত জরুরি।
দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ জহিরুল আলম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপি ময়মনসিংহ বিভাগ জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি ময়মনসিংহ বিভাগ জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ এবং নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালীসহ অনেকেই।
সম্মেলনের দ্বিতীয় পর্যায়ে দুর্গাপুর উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে মোঃ জহিরুল আলম ভূইয়া সভাপতি এবং মোঃ আবদুল আওয়াল সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন। এছাড়া পৌর বিএনপির কমিটিতে আতাউর রহমান ফরিদ সভাপতি এবং মোঃ হারেজ গনি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান।
দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত এই সম্মেলন বিএনপির স্থানীয় রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে বলেই মনে করছেন দলীয় নেতা-কর্মীরা।